নিষ্প্রভ মেসি-এমবাপে, ঘরের মাঠে আবারও হার পিএসজির
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মাঠে রেকের্ডর পর রেকর্ড গড়েছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে
প্রথম নিউজ, ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মাঠে রেকের্ডর পর রেকর্ড গড়েছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। তাদের পা থেকে একের পর এক গোল বেরিয়ে এসেছে। অথচ, পিএসজির জার্সি গায়ে কেন যেন পুরোপুরি নিষ্প্রভ হয়ে গেলেন বিশ্বসেরা এই দুই ফুটবলার। যার ফলে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে মেসি-এমবাপের ক্লাব পিএসজি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনেঁর কাছে ২-০ গোলে হেরেছিলো প্যারিসের জায়ান্টরা। এবার লিওঁ’র কাছে মেসি-এমবাপেদের হারতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে।
রোববার রাতে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ৫৬তম মিনিটে বার্ডলে বার্কোলার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওঁ।
এই পরাজয়ের পর ফ্রেঞ্চ লিগ ওয়ান টেবিলের শীর্ষে থাকলেও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান ক্রমশই কমছে পিএসজির। টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট হারিয়ে ফেলা চাট্টিখানি কথা নয়। ২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তৃতীয় স্থানে মার্শেই। ৪৪ পয়েন্ট নিয়ে লিওঁ রয়েছে ৯ম স্থানে।
দলে বিশ্বসেরা ফুটবলারের সমন্বয় থাকলেও মাঠের খেলায় নিজেদের সেভাবে প্রভাব বিস্তারই করতে পারছে না পিএসজি। এরই মধ্যে ফ্রেঞ্চ লিগ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে নকআউট হয়ে গেছে তারা। এখন কোনোমতে লিগের শিরোপা স্বপ্ন টিকে আছে। কিন্তু যেভাবে একের পর এক ম্যাচে পরাজয় এবং পয়েন্ট হারাচ্ছে, তাতে লিগের শেষ পর্যন্ত এই শিরোপাটাও হাতছাড়া হয় কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পিএসজি এবং লিওঁর এই ম্যাচটি শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। কারণ লরা ব্লাঁ’র দলটি গাড়ি সমস্যার কারণে প্যারিসে খেলার ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়েছিলো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: