নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে রীনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাহাড়তলী ভেলুয়ারদিঘী পাড় এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ বলছে, নেশার টাকার না পেয়ে রীনা বেগমকে হত্যা করেন তার ছেলে ছেলে ওমর (১৮)। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওমর পাহাড়তলী কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. মইনুর রহমান বলেন, ওমর নামের ছেলেটা মাদকাসক্ত ছিলেন। তার বাবা সিএনজি অটোরিকশাচালক। বিভিন্ন সময়ে তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাদকসেবন করতেন। রোববার রাতে ঘটনার আগে মায়ের কাছ টাকা চেয়েছিলেন। কিন্তু টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয় তিনি তার মাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। এ ঘটনায় ওমরকে আটক করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে বলে জানান এসি মো. মইনুর রহমান।