নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ 

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ 

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে, বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতাল এবং চানখারপুল এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

লিফলেট বিতরণ ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি(সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন,কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম কার্দী,সহ সভাপতি পিয়াল হাসান,সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক,তেজগাঁও কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন,সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ,মাহিন হাসান,মহিবুল্লা মন্ডল সিহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ নেতৃবৃন্দ।