নিজের কথা মনে করিয়ে কনস্টাসকে অভয় দিলেন কামিন্স

নিজের কথা মনে করিয়ে কনস্টাসকে অভয় দিলেন কামিন্স

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে যখন প্যাট কামিন্সের অভিষেক হয়, তখন তার বয়স ছিল ১৮। আগামীকাল বক্সিং ডে তে অস্ট্রেলিয়া দলে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। ম্যাচের আগে অজি অধিনায়ক সাংবাদিকদের সামনে যেন কাঁধে হাত রাখলেন কনস্টাসের। নিজের পুরনো দিনের কথা মনে করিয়ে অভয় দিলেন অভিষেক হতে যাওয়া ওপেনারকে।

অধিনায়ক প্যাট কামিন্স মাঠের অধিনায়কত্বে যেমন পারদর্শী, তেমনি মাঠের বাইরেটাও সামলান ঠিকঠাক। অজি কাপ্তান বুঝতে পারছেন যে কনস্টাসের মনের ভেতর কি চলছে বা চলতে পারে। কারণ এই একই সময়টা দেখে এসেছেন নিজেও। বক্সিং ডের মত এমন মহাগুরুত্বপূর্ণ দিনের আগে তাই কনস্টাসের মনে সাহস যোগালেন তিনি। আজ মেলবোর্নে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘এ সপ্তাহে স্যামিরও (কনস্টাস) আমার মতোই লাগছে। আপনার যখন বাড়ির আঙিনায় খেলার কথা তখন আপনি জাতীয় দলের হয়ে খেলতে নামছেন। ভাবতেই কেমন লাগে না? স্যামের জন্য এটা আমার বার্তা যে আপনাকে এটা অন্য একটা ম্যাচের মতো মনে করেই নামতে হবে। উপভোগ করতে হবে। আমারও ১৮ বছর বয়সে এমন লেগেছিল। আমি খুব রোমাঞ্চিত ছিলাম। তবে আপনি খেলা শুরুর সঙ্গেই অন্য মুডে চলে যাবেন।

আর দশটা ম্যাচের মতোই মনে হবে।’ কামিন্সের পর কনস্টাসই অজিদের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে নামছেন। এ ব্যাপারে অজি অধিনায়ক বলেন, ‘এত অল্প বয়সে বক্সিং ডে তে ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে। এর চেয়ে ভালো আর কী হতে পারতো। সময়টা উপভোগ করো।’ নিজের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে কনস্টাসকে একদমই ভয় পেতে বারণ করেছেন কামিন্স। তিনি বলেন, ‘আমি (অভিষেকে) মনে মনে বলছিলাম আমি যদি ভালো না খেলি তবে তা আমার দোষ নয়। দোষ নির্বাচকদের। তারা আমাকে দলে নিলো কেনো।

ভাবটা এমন ছিল যে ওই নির্বোধের দল ১৮ বছর বয়সী একজনকে দলে কেনো নিলো?’ যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট ম্যাচে ৭৮ রানের বিনিময়ে কামিন্স নিয়েছিলেন ৬ উইকেট। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে পেশির চোটের শঙ্কা থাকলেও নাথান ম্যাকসুইনির জায়গায় কনস্টাসকে নিয়ে ওপেন করবেন ট্রাভিস হেড। চোটের কারণে ছিটকে গেছেন পেসার জশ হ্যাজলউড। তার জায়গায় একাদশে এসেছেন স্কট বোল্যান্ড।