নিখোঁজ সেই ৪ কিশোরী উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে শহরের জেলখানা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
পুলিশ সুপার জানান, কারো প্ররোচনা নয়, দরিদ্র পরিবারকে কাজ করে সহায়তার জন্যই তারা বাড়ি থেকে বের হয়। ঢাকায় গিয়ে কাজ করে পরিবারের সচ্ছলতা আনবে–এমন উদ্দেশ্য ছিল তাদের। কিন্তু কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে এর প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়টি তারা বুঝতে পারেনি। পরে তাদের কমলনগর থানার ওসির মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৭ মে) কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই চার কিশোরী। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিন রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন আকলিম বেগম নামের এক অভিভাবক। পরে ওই সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। রবিবার দুপুরে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ভিকটিমদের বাড়ি (ঘটনাস্থল) পরিদর্শন করেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের জেলখানা এলাকার পাশে পুলিশের নায়েক নুরুল ইসলামের বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
তিনি এক অটোরিকশা চালকের অনুরোধে এই কিশোরীদের আশ্রয় দিয়েছেন বলে ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার। উদ্ধার হওয়া জোবায়দা চরকাদিরা ইউনিয়নের বাদামতলী রসুলপুর সমাজের মো. ইব্রাহিমের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী। সিমু মৃত আবুল খায়ের চুন্নুর মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মিতু একই বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহা শামছুল আলমের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের পরিবার কয়েকবার মেঘনার ভাঙনের কবলে পড়ে একরকম নিঃস্ব। পরে তারা এই এলাকায় এসে বসতি স্থাপন করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews