নৌকার মনোনয়ন কিনলেন তথ্যমন্ত্রী

 নৌকার মনোনয়ন কিনলেন তথ্যমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ নভেম্বর) আড়াইটায় দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমা কার্যক্রম। এদিন প্রথম ৩ ঘণ্টায় ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হয়। এদিন নিজের ফরম কিনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা) আসনের জন্য মনোনয়ন কেনেন তিনি।

প্রথমদিন ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকা আয় হয় আওয়ামী লীগের। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।