নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত কমপক্ষে ২০ মৎস্যজীবী
প্রথম নিউজ, ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে বোকো হারাম বিদ্রোহীদের গ্রামে হামলার পর কমপক্ষে ২০ জন জেলে নিহত হয়েছেন। জেলে এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
নাইজেরিয়া তার উত্তর-পূর্বাঞ্চলে ১৬ বছর ধরে চলমান ইসলামপন্থী বিদ্রোহের সঙ্গে লড়াই করছে, যা মূলত বোকো হারাম এবং এর শাখা আইএসডব্লিউএপি চালাচ্ছে। যার ফলে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
এর মধ্যে রয়েছে ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট।
বেসামরিক যৌথ টাস্ক ফোর্সের সদস্য মোদু আরি বলেন, বিদ্রোহীরা গত বুধবার গাদান গারির জেলে সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলি চালায়, যার ফলে কমপক্ষে ২০ জন নিহত হয়।
একজন বাসিন্দা মুস্তফা কাকাহল্লাহ বলেন, হামলায় তার সন্তান নিহত হয়েছে এবং এ ছাড়া তারা আরো ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছে। সামরিক বাহিনী এবং বোর্নো রাজ্যের কর্মকর্তারা এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল। জাতিসংঘের মতে, উত্তর-পূর্বাঞ্চলে এই সংঘাতে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন অনেকে।