দিল্লি হাইকোর্টের রায়, নারীর সতীত্ব পরীক্ষা সংবিধান বিরোধী
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : নারীর সতীত্ব পরীক্ষা সংবিধান বিরোধী, এমনকি তদন্তের স্বার্থেও কোনও এজেন্সি এই কাজ করতে পারে না। দিল্লি হাইকোর্ট তাদের এক যুগান্তকারী রায়ে এই কথা জানিয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকণ্ঠ শর্মা তার রায়ে বলেছেন, সংবিধানের ২১ নম্বর ধারায় বলা আছে প্রতিটি মানুষের সম্ভ্রমের সঙ্গে বাঁচার অধিকার আছে। তাই সম্ভ্রম হানিকর এই পরীক্ষা করার কোনও প্রয়োজনীয়তা নেই।
সিস্টার শেফির একটি ২০০৯ সালের মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এই কথা বলেন। ২০০৮ সালে একটি মামলার প্রয়োজনে সিস্টার শেফির সতীত্ব পরীক্ষা করে সিবিআই। সিস্টার শেফি মামলা করেন সিবিআইয়ের বিরুদ্ধে। সেই মামলার রায় দিতে গিয়েই বিচারপতি জানান, যে কোনও নারীরও সম্ভ্রমের সঙ্গে জীবন কাটানোর অধিকার আছে। সেই অধিকার ক্ষুণ্ন করার ক্ষমতা কারোরই থাকা উচিত নয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: