দর্শনায় বিএনপির ৫ নেতাকর্মী আটক

আজ শনিবার (৫ আগস্ট) চুয়াডাঙ্গার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

দর্শনায় বিএনপির ৫ নেতাকর্মী আটক

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: দর্শনায় পৌর বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৫ আগস্ট) চুয়াডাঙ্গার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা সোয়েব আকতার, আসিব হাসান, ফয়সাল হোসেনকে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শনিবার দুপুরে তাদের নাশকতা মামলায় র্কোটে চালান করা হয়েছে।