দ্বিতীয় বিয়ে করায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল সন্তানেরা
শুক্রবার রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানির পাড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ে করায় বৃদ্ধ মোহাম্মদ আলী খানকে কুপিয়ে হত্যা করেছে ছেলে রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। শুক্রবার রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানির পাড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর ২য় স্ত্রী মাজু বিবি বাদী হয়ে ওই বৃদ্ধের দুই ছেলের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেন। মোহাম্মদ আলী ভাড়ানির পাড় এলাকার মৃত হাসেম আলী খানের ছেলে। ধারণা করা হচ্ছে, বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ফেলে রেখে পালিয়েছে ছেলেরা।
সূত্র জানায়, চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেন মোহাম্মদ আলী। পুলিশের ধারণা, বৃদ্ধ বয়সে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।