দু’দিনের পদযাত্রা নিয়ে ব্যাপক প্রস্তুতি বিএনপি’র

আগামীকাল ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে পদযাত্রা করবে দলটির নেতাকর্মীরা। একই দাবিতে পরের দিনও ঢাকায় পদযাত্রা করবে দলটি।

দু’দিনের পদযাত্রা নিয়ে ব্যাপক প্রস্তুতি বিএনপি’র

প্রথম নিউজ, অনলাইন: সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে দু’দিনের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীকাল ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে পদযাত্রা করবে দলটির নেতাকর্মীরা। একই দাবিতে পরের দিনও ঢাকায় পদযাত্রা করবে দলটি। পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকার পাশাপাশি সকল জেলার পদযাত্রা কর্মসূচির দিকেও কড়া নজর রাখছেন দলটির হাইকমান্ড। সমাবেশের মতোই পদযাত্রায় উপস্থিতি বাড়াতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছে বিএনপি।

একইসঙ্গে দলের শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকার পদযাত্রায় অংশ নিতে কড়া বার্তা দেয়া হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুইদিনে দলের নির্বাহী কমিটি, বিভাগ ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এমন নির্দেশ দেন। সূত্র জানায়, গত ১২ই জুলাই রাজধানীতে বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এতে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

আগামী ২ দিনের কর্মসূচিতেও একইভাবে উপস্থিত চান দলটির হাইকমান্ড। ঢাকার পাশাপাশি জেলাগুলোতে যেন পদযাত্রা কর্মসূচি জোরালোভাবে পালিত হয় সেজন্য ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় যেতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঢাকায় পদযাত্রা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছেন নেতারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন দলটির শীর্ষ নেতারা। প্রস্তুত করা হচ্ছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন।  বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় ২ দিনের পদযাত্রা নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রতিটি এলাকায় নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি সম্পন্ন করেছে। সমাবেশের ন্যায় পদযাত্রাগুলোতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবে। বিএনপি’র নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও পদযাত্রায় অংশ নিয়ে তাদের কথা বলবেন। কেন্দ্রীয় নেতারা যার যার অবস্থান থেকে অংশ নেবেন। এ ছাড়া নিজ নিজ এলাকার জেলাপর্যায়ের পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

 এদিকে বিএনপিকে তাদের কর্মসূচির প্রচারণায় মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর কারণ হিসেবে জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধের বিষয়কে উল্লেখ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ই জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। এ কর্মসূচির প্রচারণার জন্য ১৬ ও ১৭ই জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। সেই চিঠির জবাবে শনিবার সাইদুর রহমান মিন্টুকে দেয়া ডিএমপি’র এক চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধ করতে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

গত ১২ই জুলাই ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই সমাবেশের ব্যাপারে ঢাকার বিভিন্ন এলাকায় দলটির পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তবে এখন বিএনপিকে তাদের পদযাত্রা কর্মসূচির মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া আগামী ১৮ ও ১৯ই জুলাই বিএনপি’র দুদিনের পদযাত্রা নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দুপুর ১২টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।