দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের শেষ দিকে গোবিন্দ আর কারিমশা কাপুরের মজার-হাসির আর প্রেমের নানা কাণ্ড কারখানা নিয়ে সিনেমা যার নাম 'হিরো নাম্বার ওয়ান'। ২৬ বছর পর সেই একই নামে নতুন করে আরেকটি সিনেমা আসছে বলিউডে। তবে নতুন 'হিরো নাম্বার ওয়ান’র গল্প এবং পাত্রপাত্রী একেবারে আলাদা। এ সিনেমাটি প্রথমটির সিক্যুয়েল নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় টাইগারের মূল নায়িকা পাশমিনা বলিউড তারকা হৃত্বিক রোশানের চাচাতো বোন। । সংগীত পরিচালক রাজেশ রোশান তার বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে লন্ডনে সিনেমাটির মূল শুটিং শুরু হতে পারে। তবে সিনেমার অ্যাকশন দৃশ্যের কিছু শুটিং ভারতে এরই মধ্যে করে ফেলেছেন টাইগার।

'হিরো নাম্বার ওয়ান' পর্দায় আসবে ভগনানি প্রোডাকশনের ব্যানারে। নির্মাতা জগন শক্তি সিনেমাটি তৈরির দায়িত্ব নিয়েছেন।