তিনজনের মৃত্যু, ভারতীয় আইড্রপ নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ
ভারতের একটি ওষুধ কোম্পানির চোখের ড্রপ যুক্তরাষ্ট্রে আলোচনায় এসেছে, কারণ অভিযোগ উঠেছে এই চোখের ড্রপের কারণে যুক্তরাষ্ট্রে তিনজনের মৃত্যু হয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের একটি ওষুধ কোম্পানির চোখের ড্রপ যুক্তরাষ্ট্রে আলোচনায় এসেছে, কারণ অভিযোগ উঠেছে এই চোখের ড্রপের কারণে যুক্তরাষ্ট্রে তিনজনের মৃত্যু হয়েছে।
ড্রপটিতে অতিমাত্রায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এই আই ড্রপের কারণে আটজন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও খবর রয়েছে।
আইড্রপটি তৈরি করে চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেলথকেয়ার।
সিডিসি গভীরভাবে উদ্বিগ্ন যে ভারত থেকে আমদানি করা চোখের ড্রপে পাওয়া ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যেতে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলেছেন যে যুক্তরাষ্ট্রে এর আগে এই স্ট্রেন পাওয়া যায়নি। এই অবস্থায় সমস্যা হলো যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যবহার হওয়া অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগের চিকিৎসা করা খুবই কঠিন।
গত বছর গাম্বিয়া এবং উজবেকিস্তানে, ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে বেশ কটি শিশু মারা যায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত পর্যন্ত সব জায়গায় আলোড়ন তৈরি হয়।