তেজগাঁও ভূমি অফিসে ৬ দালাল গ্রেফতার

 তেজগাঁও ভূমি অফিসে ৬ দালাল গ্রেফতার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে অভিযান চালিয়ে ৬ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সহকারী কমিশনার (শিক্ষা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন। তিনি ভূমি অফিসে সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় ৬ জন দালালকে হাতেনাতে আটক করা হয়, তারা বিভিন্ন মানুষের নামজারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘোরঘুরি করছিলেন।

তেজগাঁও থানায় সংবাদ দিলে পুলিশ আটককৃতদের গ্রেফতার করে নিয়ে যান, পরে ৬ জন দালালের বিরুদ্ধে ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিস বাদী হয়ে মামলা দায়ের করেন।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, 'ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এরকম অভিযান অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে জেলা প্রশাসনকে জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ জানান তিনি।'

অভিযান পরিচালনার সময় তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), ভূমি সহকারী কর্মকর্তা শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, তেজগাঁও ভূমি অফিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।