ঢাকায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৭

ঢাকায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৭

প্রথম নিউজ, ঢাকা: সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ধারণ করা হয়। পরে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় সন্ত্রাসী রাফাত, তুষার ও আহমেদসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।