ডি মারিয়া অবসরের সিদ্ধান্ত নিলেন

শিরোপার লড়াইয়ে নামার আগে আনহেল ডি মারিয়া বলেছিলেন, কাতার বিশ্বকাপের পরই অবসরে যাবেন তিনি।

ডি মারিয়া অবসরের সিদ্ধান্ত নিলেন

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ২০২২ সালে ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমা’ ম্যাচ খেলে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে নামার আগে আনহেল ডি মারিয়া বলেছিলেন, কাতার বিশ্বকাপের পরই অবসরে যাবেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের তৃপ্তিতে সিদ্ধান্ত পাল্টান আর্জেন্টাইন সুপারস্টার। জানান, আর্জেন্টিনার ‘থ্রি স্টার’ জার্সি গায়ে আরো কিছুদিন আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার কথা। তবে বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘায়িত হচ্ছে না। গোলডটকমের খবর, আগামী বছরই বুটজোড়া তুলে রাখবেন ডি মারিয়া। 

ইএসপিএন আর্জেন্টিনার বরাত দিয়ে গোলডটকম জানায়, ২০২৪ কোপা আমেরিকার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আনহেল ডি মারিয়া। আগামী বছর ২০শে থেকে ১৪ই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। ইএসপিএন আর্জেন্টিনা টুইটারে ডি মারিয়ার একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘(২০২৪) কোপা আমেরিকার পর আর আর্জেন্টিনা জাতীয় দলে থাকবেন না আনহেল ডি মারিয়া।’  

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় আনহেল ডি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩৩ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। ১৫ বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ২৯টি গোল করেছেন। অ্যাসিস্ট ২৭টি। ২০০৮ অলিম্পিক ফাইনালে ডি মারিয়ার গোলেই স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালেও ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ শিরোপা খরা ঘুচানোর নায়ক তিনি। ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচেও জয়সূচক গোলটি করেন ডি মারিয়াই। এমনকি কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে গোল পান তিনি।