ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, বাতিল চায় সিজিএস
গত রোববার রাজধানীর লালমাটিয়ার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ সেন্টারে বেসরকারি সংস্থ্যা নিউজ নেটওয়ার্কের আয়োজনে ‘অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন সাইবার স্পেস, সাইবার-ল এন্ড ডিজিটাল রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: আইসিটি-ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকদের সাইবার সুরক্ষা নয় সকল ধরনের মৌলিক মানবাধিকার হরণ করা হচ্ছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গত রোববার রাজধানীর লালমাটিয়ার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ সেন্টারে বেসরকারি সংস্থ্যা নিউজ নেটওয়ার্কের আয়োজনে ‘অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন সাইবার স্পেস, সাইবার-ল এন্ড ডিজিটাল রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করা হয়। এ সময় সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল রাইটস নিয়ে আলোচনা করেন গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের এডিটর এবং সিইও শাহিদুজ্জামান। এ কর্মশালায় দেশের প্রথম সারির প্রায় ১২টি গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রেজাউর লেনিন বলেন, সরকার বলেছেন সাইবার স্পেসকে রক্ষা করতে এবং সাইবার অপরাধসমূহের বিচার করতে এই আইন প্রণয়ন করা হয়েছে।