ডেঙ্গুর নিয়ন্ত্রণে আরও ১০ ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে: আতিক

আজ বুধবার (১৯ জুলাই) রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডেঙ্গুর নিয়ন্ত্রণে আরও ১০ ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে: আতিক

প্রথম নিউজ, ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বুধবার (১৯ জুলাই) রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে বছরের বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে ডিএনসিসি। তারপরও বর্ষা মৌসুমের শুরু থেকে এডিসের উপদ্রব্য বেড়েছে। এখন এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে।