টাঙ্গাই‌লে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২

নিহতরা হলেন- উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের অটোরিকশাচালক আতিক মিয়া (৫৬) ও একই উপজেলার বাসিন্দা তার সহকর্মী অটোরিকশাচালক জুয়েল মিয়া (৩৩)।

টাঙ্গাই‌লে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২
ফাইল ফটো

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ‌টো‌রিকশার চালকসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের অটোরিকশাচালক আতিক মিয়া (৫৬) ও একই উপজেলার বাসিন্দা তার সহকর্মী অটোরিকশাচালক জুয়েল মিয়া (৩৩)।

পুলিশ জানায়, আতিক মিয়া তার অটোরিকশায় সহকর্মী জুয়েলকে নিয়ে সদরের পুষ্টকামুরী চড়পাড়া বাইপাস পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস‌টি জব্দ করা হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom