জয়ের জন্যই খেলবে বাংলাদেশ

নিগারদের ‘ইংলিশ পরীক্ষা’

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ‘প্রথমত জয় দিয়ে শুরু করতে চাই’- বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এই লক্ষ্যের কথা বলেছিলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে তার দল সেটা করতে পেরেছে। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তবে একদিনের ব্যবধানে তাদের নামতে হচ্ছে বড় পরীক্ষায়। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আসরে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাচ শুরু বিকাল ৪টায়। পেসার জাহানারা আলম বলেন, প্রতিপক্ষ হিসেবে ইংলিশরা কঠিন হলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। 

প্রথম ম্যাচে জয় নিয়ে গতকাল সংবাদ সম্মেলেনে জাহানারা বলেন, ‘আমরা অন্তত একটা জয়ের দিকেই তাকিয়ে ছিলাম। ১০ বছর হয়ে গেছিল কোনো ম্যাচ জয় পাইনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা আমাদের তৃতীয় জয়। আমরা খুবই খুশি, আমাদের অনেকগুলো মুহূর্ত ছিল উদযাপনের। অধিনায়ক জ্যোতি ১০০ ম্যাচ, ফাহিমার ৫০ উইকেট, নাহিদার ১০০ উইকেট... এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত। সবচেয়ে বড় বিষয় জয় দিয়ে শুরু করতে পেরেছি এবারের আসর।’

তবে জয় উদ্‌যাপনের বেশি সময় পায়নি বাংলাদেশ। আজই ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগ্রেসদের। শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকলেও ইংলিশদের বিপক্ষের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। 

জাহানারা বলেন, ‘ইংল্যান্ড বড় দল তবে টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে কেউ জয় পেতে পারে। আমরা যদি ভালো করতে পারি, কেউ জানে না কি রেজাল্ট আসবে! আমাদের শুরুটা ভালো হয়েছে, আমরা দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষা করছি। এটা হলে এই বিশ্বকাপে এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। অবশ্যই ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো।’
ইংল্যান্ড দল নিয়ে এই পেসার বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। অনেক সেমিফাইনাল, ফাইনাল খেলেছে তারা। সেক্ষেত্রে আমরা যদি শুধু কন্ডিশনের কথা চিন্তা করি সেটার কোনো মানে হয় না। আমরা শুধু চিন্তা করছি ভালো ক্রিকেট খেললেই জয় সম্ভব। আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’

ইংল্যান্ডের নির্দিষ্ট কাউকে নিয়ে নয়, পুরো দলকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। জাহানারা বলেন, ‘আমরা ইংল্যান্ডের সবাইকে নিয়েই পরিকল্পনা করছি। আমরা যদি জিততে চাই তাহলে ওদের সবাইকেই ছাড়িয়ে যেতে হবে। প্রথম ম্যাচে সবাই অবদান রেখেছে আমাদের জয়ে। দ্বিতীয় ম্যাচেও জিততে গেলে সবার অবদান রাখতে হবে।’
দুবাইয়ে গরম আবহাওয়াতে সমস্যা হচ্ছে না বলে জানান জাহানারা, ‘(কন্ডিশন) দারুণ উপভোগ করছি আমরা। ক্রিকেট খেলার জন্য ভালো কন্ডিশন এটা। গরম আছে কিছুটা তবে সমস্যা নেই। আমরাও গরম আবহাওয়া থেকেই এসেছি।’ এখন পর্যন্ত ৩ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। যেখানে শতভাগ জয় ইংলিশদের। ফলে পরিসংখ্যান পুরোপুরি জ্যোতির দলের বিপক্ষে। সেক্ষেত্রে আজ কঠিন পরীক্ষা দিতে হবে টাইগ্রেসদের। তবে আজ জয় পেলে বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার দরজা খুলে যেতে পারে।