জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৩০

শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৩০

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঈদের দিনেও সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজন নিহত ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে খাগালিয়া গ্রামের বাসিন্দা জামাল মিয়া (৪০) নিহত হন। নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, খাগালিয়া গ্রামের বাসিন্দা ভলাকুট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকজনের মধ্যে নতুন বাজার এলাকার সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান আছে। শনিবার উভয় পক্ষের লোকজন জমিটি দখলে নিতে যায় এবং সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের একপর্যায়ে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুল্লাহ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি খাস জমি দখল নিতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রব মিয়ার সমর্থক জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।

সূত্র : ইউএনবি