জাপানে পরিত্যক্ত নবজাতকদের জন্য অত্যাধুনিক হাসপাতাল

জাপানের কুমামোতোতে জিকাই ইউনিভার্সিটি হাসপাতালের বেবি ‘হ্যাচ'  দেশটির পরিত্যক্ত শিশুদের জন্য একমাত্র ‘নিরাপদ আশ্রয়স্থল'।

জাপানে পরিত্যক্ত নবজাতকদের জন্য অত্যাধুনিক হাসপাতাল
জাপানে পরিত্যক্ত নবজাতকদের জন্য অত্যাধুনিক হাসপাতাল

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: জাপানের কুমামোতোতে জিকাই ইউনিভার্সিটি হাসপাতালের বেবি ‘হ্যাচ'  দেশটির পরিত্যক্ত শিশুদের জন্য একমাত্র ‘নিরাপদ আশ্রয়স্থল'। এখানে গর্ভবতীদের ২৪ ঘণ্টা সহায়তা দেওয়ার ব্যবস্থা আছে, পাশাপাশি আছে হটলাইনের সুবিধা। কেউ যদি গোপনে সন্তান জন্ম দিতে চায় তাদের সবধরনের সুযোগ সুবিধা দিতে সর্বক্ষণ প্রস্তুত এই ক্লিনিক। গত ১৫ বছর ধরে পরিত্যক্ত শিশুদের হয়রানি এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে আসছে এই ক্লিনিক। গোপনে প্রসব এবং পরিত্যক্ত সন্তানদের নিরাপদ আশ্রয়ের কারণে ক্লিনিকটি সমালোচনার মুখেও পড়েছে। কিন্তু এখানকার প্রধান চিকিৎসক তাকেশি হাসুদা বলেন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণে অনেক নারী লজ্জায় তা প্রকাশ করতে চান না এবং এটাকে ভয়াবহ অভিজ্ঞতা মনে করেন। এ ধরনের নারীরা এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন। হাসপাতালের কর্মী সাওরি তামিনাগা জানান, রাজি থাকলে কখনও কখনও তারা মায়েদের কাছে তাদের শিশুদের এখানে জন্ম দেওয়ার বা রেখে যাওয়ার কারণ জানতে চান। তারা মায়েদের উৎসাহ দেন, যাতে কিছু তথ্য লিখে রেখে যান, যাতে শিশুরা পরবর্তীতে তাদের শিকড় সম্পর্কে জানতে পারে। জার্মান মডেল অনুসারে, ২০০৭ সালে ক্যাথলিক এই হাসপাতালে প্রথম পরিত্যক্ত শিশুদের জন্য বেবি হ্যাচ চালু হয়। শত শত বছর ধরে এ ধরনের বেবি হ্যাচ কর্মসূচি চলে আসছে। 

জিকাই হাসপাতাল মনে করে, বেবি হ্যাচ মডেল মূলত জাপানে শিশুদের হয়রানি এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে। পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০২০ সালে সেদেশে ২৭টি শিশু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং ২০১৯ সালে হয়রানির শিকার হয়ে ৫৭ জন শিশুর মৃত্যু হয়। হাসুদা জানান, পরিত্যক্ত শিশুদের মায়েদের মধ্যে যৌনকর্মী এবং ধর্ষণের শিকার নারী আছেন, আছেন এমন নারী যাদের থাকার কোনও জায়গা নেই। বেবি হ্যাচ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল, সমাজের পরিত্যক্ত মায়েদের জন্য শেষ অবলম্বন এটি। এখন পর্যন্ত ১৬১টি শিশু এই হাসপাতালে রেখে গেছেন মায়েরা। জাপানের প্রথা অনুযায়ী, যারা সন্তানের জন্ম দেবেন, তারাই তাকে লালন-পালন করতে বাধ্য। কিন্তু বেবি হ্যাচ ব্যবস্থা এর বিরোধী হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসপাতালটিকে। যদিও সরকারের পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বরং বৈধ নিবন্ধন আছে এই ব্যবস্থার।

দেশটিতে জন্ম, মৃত্যু এবং বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক। যেসব শিশু পরিত্যক্ত এবং নিবন্ধনে যাদের পরিবারের পরিচয় থাকে না, তাদের কলঙ্কিত হিসেবে চিহ্নিত করা হয়। হাসপাতালের নিষেধ সত্ত্বেও অনেক সময় জাপানের শিশুকল্যাণ কর্তৃপক্ষ পরিত্যক্ত শিশুদের পরিবার খুঁজে বের করার চেষ্টা করে। এর ফলে ৮০ শতাংশ শিশু পরবর্তীতে তাদের পরিবারের ব্যাপারে জানতে পেরেছে এবং ২০ ভাগ তাদের বাবা-মা বা আত্মীয়ের কাছে ফিরে গেছে। 

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom