জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে

জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

প্রথম নিউজ, বরগুনা : বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে। এই ট্রাকের চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: