ছবির মতো বাস্তবেও হ্যাপি এন্ডিং, না হলে জানবেন শেষ হয়নি : শাহরুখ

ছবির মতো বাস্তবেও হ্যাপি এন্ডিং, না হলে জানবেন শেষ হয়নি : শাহরুখ

প্রথম নিউজ, ডেস্ক : কয়েক বছর আগেই মাদক মামলায় ধরা পড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় মাসখানেকের মতো সময় জেলে ছিলেন কিং খান পুত্র। 

পরিবার ও ব্যক্তিগত জীবনে কতটা কঠিন ছিল শাহরুখের জন্য সেই সময়, সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, জীবনের কঠিন সময় থেকে কী কী শিক্ষা পেয়েছেন। 

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, গত ৪-৫ বছর বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল, বিশ্লেষকরা লিখতে শুরু করেছিল- শাহরুখের সময় ফুরিয়ে এসেছে। 

এসবের মাঝেই ২০২১ সালে একটি হাই প্রোফাইল মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে শাহরুখ পুত্রের। মুম্বাইয়ের একটি বিলাসবহুল জাহাজে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ান খানকে। গ্রেপ্তার করে জেলে নেওয়া হয় কিং খান পুত্রকে। 

বিজ্ঞাপনসে সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে শাহরুখ বলেন, ‘ব্যক্তিগত জীবনে কিছু খারাপ ঘটনা ঘটেছিল, যেসব থেকে আমি শিক্ষা নিয়েছি। তখন বুঝেছি, একদম চুপ থাকতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রম করে যেতে হবে সম্মানের সঙ্গে।’

এই অভিনেতা আরও বলেন, ‘তুমি যখন দেখবে জীবনের সবকিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই এমন কিছু এসে তোমাকে আঘাত করবে যা বুঝতেও পারবে না। এই সময়ে তোমাকে আশাবাদী থাকতে হবে। সৎ থাকতে হবে।’

সবশেষ নিজের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি সংলাপ টেনে শাহরুখ বলেন, ‘ছবির মতো বাস্তবেও হ্যাপি এন্ডিং হয়। আর যদি এমনটা না হয়, তাহলে জেনে নিবেন- গল্প এখনও শেষ হয়নি।’