ছাত্রলীগ নেতার যে মামলায় পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা!
রাজধানীর ডেমরায় ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০-২০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ডেমরায় ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০-২০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। এতে গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মামলায় নগদ ২৩০০ টাকা চুরিসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা থানায় ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ মাসুম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে পূর্ব হাজিনগর মাদ্রাসা রোড এলাকায় আড্ডা দিচ্ছিলেন বাদী মো. ফয়সাল আহম্মেদ, ছাত্রলীগ কর্মী শাওন, মহসিন,তায়েব ও আবিরসহ আরও ৮-৯ জন নেতাকর্মী। এ সময় সেলিম রেজা, আনিসুজ্জামান (জামান), গোলাম মোর্তুজা বাবু ও আকবর হোসেন ভূঁইয়া নান্টুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে দুইটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। ‘ছাত্রলীগের শালাদের’ ধর বলে সবাইকে এলোপাথাড়ি মারপিট করে।
বিস্ফোরণের শব্দ পেয়ে ডেমরা থানার টহল পুলিশ আসলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অলিগলিতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইটি তাজা হাতবোমা, চারটি বাঁশের লাঠি, ছয়টি লোহার রড, সাতটি কাঠের লাঠি ও ৩০টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতাকর্মীরা জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি সুন্দরভাবে সাজানো হয়েছে যা ওপেন সিক্রেট। এদিকে এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করলেই দেখা যাবে এজাহারভুক্ত অভিযুক্তদের অবস্থান ওখানে ছিল কিনা। এদিকে বর্তমান মামলাসহ আগের মামলায় গ্রেফতারের ভয়ে শতশত নেতাকর্মীরা বর্তমানে পলাতক রয়েছে যা পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর এ ঘটনায় এলাকায় এসব নোংরা রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি একেবারেই সাজানো। বিগত দিনেও আমরা গণতান্ত্রিক নিয়মে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছি। অথচ আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে আবারো একটি মামলা করা হলো যা একবারেই মিথ্যা ও বানোয়াট। আমরা বর্তমানে গণতান্ত্রিক নিয়ম নীতি মেনেই রাজনীতি করছি দলীয় নির্দেশনা অনুযায়ী।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তদন্ত সাপেক্ষে যথারীতি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।