চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফ টপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে জায়গা করে নিয়েছে

চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফ টপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে জায়গা করে নিয়েছে

চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফ টপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে জায়গা করে নিয়েছে
চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফ টপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে জায়গা করে নিয়েছে

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ছিটমহল ইংল্যান্ডের লিফ টপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে জায়গা করে নিয়েছে। জানা গেছে, ছবিগুলোর ওপর ভোটিং শুরু হয় ৪ জুলাই, যা আগামী ২৭ জুলাই শেষ হবে। এরই মধ্যে ছিটমহল প্রতিযোগিতার দুইটি ধাপ অতিক্রম করে ৩য় ধাপে রয়েছে। এই সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বের অনেক প্রথিতযশা পরিচালকেরও ছবি রয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের এক বঞ্চনা ও বেদনার ইতিহাসের নাম ছিটমহল। এ ঘটনা নিয়ে বিশ্বের একমাত্র ফিচার ফিল্ম ছিটমহল।

নির্মাতা এইচআর হাবিব এ প্রসঙ্গে বলেন, প্রায় এক মাস ধরেই চলবে উৎসবটি। ছিটমহল আমারও অনেক ত্যাগ তিতীক্ষার ছবি। অনেক অনটন যুক্ত হয়েছিল ছবিটি রিলিজ করতে। ছিটমহলে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, এবিএম সোহেল রশিদ, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom