চার মামলায় আদালতে হাজিরা দিলেন নূর হোসেন
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে হাজিরা দেন তারা।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ চার মামলায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ তার ১০ সহযোগী নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে হাজিরা দেন তারা। এর মধ্যে অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৪ জুলাই রায়ের দিন ঘোষণা করেছেন। চাঁদাবাজি মামলায় আদালত তাকেসহ চার সহযোগীকে খালাস প্রদান করেছেন।
এছাড়া অপর দুই মাদক ও চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এদিন আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেনি। আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৪ জুলাই। নুর হোসেনের সহযোগীরা হলেন- শাহ জালাল বাদল, শাহ জাহান, জামাল, নূর উদ্দিন, শানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদ। বাকি দুইজন পলাতক রয়েছেন। তাদের নাম পাওয়া যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ উদ্দীন সুইট বলেন, এদিন নূর হোসেনের বিরুদ্ধে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী দিতে সাক্ষ্য দিতে আসেনি। ফলে আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন। একইসঙ্গে আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। অস্ত্র মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, চার মামলায় বিচারকি কার্যক্রম শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে নূর হোসেনকে। এর আগে সকালে কড়া নিরাত্তার মধ্য দিয়ে তাকে নারায়ণগঞ্জে আনা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews