চার্জার ফ্যানের ভেতর মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

চার্জার ফ্যানের ভেতর মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

প্রথম নিউজ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি স্বর্ণের বারসহ বাহরাইনফেরত এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গ্রেফতার যাত্রীর নাম শফিকুল ইসলাম।

জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার (১২ মে) ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় গ্লফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন প্রবাসী শফিকুল। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। ভেতরে ইলেকট্রিক ফ্যানের মধ্যে স্বর্ণের ইমেজ পাওয়া যায়। পরে লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন জানান, জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom