চীন-রাশিয়াকে মোকাবেলায় লেজার অস্ত্র তৈরি করবে যুক্তরাষ্ট্
রাশিয়া এবং চীনের অস্ত্র ভান্ডারে এরইমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : মার্কিন চিফ অফ নেভাল অপারেশন অ্যাডমিরাল মাইক জিলডে বলেছেন, রাশিয়া এবং চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় তারা লেজার অস্ত্র তৈরি করবে।
রাশিয়া এবং চীনের অস্ত্র ভান্ডারে এরইমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। খবর সিএনএনের।
ওয়াশিংটনে রাইট-উইং গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে শুক্রবার বক্তব্য দিতে গিয়ে অ্যাডমিরাল জিলডে এসব কথা বলেন।
তিনি জানান, এই ধরনের লেজার অস্ত্র তৈরিতে উচ্চ মাত্রার এনার্জি লেজার অথবা উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ ব্যবহার করা হবে যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি ধ্বংস করতে সক্ষম। মার্কিন নৌবাহিনীর সামনে এখন এই লেজার অস্ত্র তৈরি প্রাধান্য পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়া এবং চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে যে উন্নতি অর্জন করেছে তা স্বীকার করে অ্যাডমিরাল জিলডে বলেন, দেশ দুটির হাইপারসনিক অস্ত্র সত্যিকার অর্থেই উদ্বেগের কারণ। চীন এবং রাশিয়া দুই দেশী এই অস্ত্র তৈরি করছে এবং তারা অল্প সময়ের মধ্যেই এই সক্ষমতা অর্জন করবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews