চেন্নাইয়ের রানের রেকর্ড
সোমবার আইপিএল ১৬তম আসরের ষষ্ঠ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২১৭ রানের পাহাড় গড়ে চেন্নাই।
প্রথম নিউজ, খেলা ডেস্ক : ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু আর শুভম দুবের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়েছে চেন্নাই সুপার কিংস; যা চলতি আসরে এখনো পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ স্কোর। সোমবার আইপিএল ১৬তম আসরের ষষ্ঠ ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২১৭ রানের পাহাড় গড়ে চেন্নাই। এর আগে চলতি আসরের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫ উইকেটে সর্বোচ্চ ২০৩ রান করেছিল রাজস্থান রয়েলস।
তবে আইপিএল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ২৬৩/৫ রানের মালিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৬৬ বলের ১৭৫ রানের রেকর্ড গড়া ইনিংসে ভর করে রানের রেকর্ড গড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু।
আইপিএলে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও বেঙ্গালুরু। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে বিরাট কোহলি (১০৯) ও এবি ডি ভিলিয়ার্সের (১২৯*) জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৪৮ রানের পাহাড় গড়ে বেঙ্গালুরু।