চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা

চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা

প্রথম নিউজ, সোনাইমুড়ী:  নোয়াখালীর সোনাইমুড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে চিহ্নিত চাঁদাবাজ রাসেল, জয়নাল ও রকি কর্তৃক সাংবাদিক হোসাইন মাহমুদকে লাঞ্ছিত ও মোবাইল ছিনিয়ে নেয়ার প্রতিবাদে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা।
শনিবার সকাল ১১টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সোনাইমুড়ীতে কর্মরত ছাড়াও চাটখিল ও নোয়াখালী জেলাতে কর্মরত সাংবাদিকরা এবং স্থানীয় সুশীল সমাজ ও ব্যবসায়ীবৃন্দ সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম শিকদার, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু, বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ফারুক আল ফয়সাল। সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ স¤পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ স¤পাদক মোশারেফ হোসেন সুমন, মানবজমিন প্রতিনিধি ও বৃহত্তম প্রেস ক্লাবের সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম মানিক, দৈনিক যুগান্তর প্রতিনিধি সেলিম মিয়া, এশিয়ান টিভি নোয়াখালী প্রতিনিধি মাহাবুবুর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেপ্তার ও মোবাইল উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তাগণ বলেন।