চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির আজ জন্মদিন। ঢাকাই সিনেমার এই নায়িকা আজ ৩১ বছরে পা দিলেন। প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন পরী। সেই অনুষ্ঠান ঘিরে বেশ আলোচনাও হয়। অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পরীমণি নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পরীমণির জন্মদিন পালনের জমকালো আয়োজন হবে।
জন্মদিনের উৎসব নিয়ে পরীমণি গণমাধ্যমকে জানিয়েছেন, এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না। এতটুকুই বলি, অতিথিরা সেই সারপ্রাইজে মজা পাবেন, আনন্দ পাবেন। পরীমণি আরও জানিয়েছেন, স্বামী রাজেরও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয়া প্রথম হবে। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদযাপন হবে এটি।
শেষ জন্মদিন পালন সম্পর্কে পরীমণি বলেছেন, আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করবো। আমারটা আর করতে চাই না। এবারের জন্মদিনটা পরীমণির কাছে অবশ্য আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। অনুষ্ঠানে তার ছেলে রাজ্য ও তাদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিল ‘ফ্লাই উইথ পরীমণি’ (পরীমণির সঙ্গে ওড়ো)। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন তিনি। এবারও নতুন থিমে নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি। এবারের জন্মদিনে বিশেষ কী চমক থাকছে, তা জানতে ভক্তদের অপেক্ষায় রেখেছেন নায়িকা।
পরীমণি অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো- ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘সোনাবন্ধু’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ইত্যাদি। এর মধ্যে ২০১৬ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিটিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন পরীমণি। সেখানে তার অভিনয়, লুকস- সবকিছু নজর কাড়ে ভক্ত-সমালোচকদের।