চোটে জর্জরিত আর্সেনালের সামনে উড়ে গেলো ওয়েস্টহ্যাম

ইনজুরির কারণে গ্যাব্রিয়েল হেসুস নেই। চোট সমস্যা ছিল ওলেকজান্ডার জিনচেঙ্কো ও তাকেহিরো তোমিয়াসুরও

 চোটে জর্জরিত আর্সেনালের সামনে উড়ে গেলো ওয়েস্টহ্যাম
 চোটে জর্জরিত আর্সেনালের সামনে উড়ে গেলো ওয়েস্টহ্যাম-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইনজুরির কারণে গ্যাব্রিয়েল হেসুস নেই। চোট সমস্যা ছিল ওলেকজান্ডার জিনচেঙ্কো ও তাকেহিরো তোমিয়াসুরও। তবে, ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিলেন জিনচেঙ্কো, বদলি হিসেবে। খেলার মতো অবস্থায় ছিলেন না রিস নেলসন।

তবে, ইনজুরি সমস্যা থাকলেও সোমবার রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে কোনো সমস্যায় পড়তে হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা।

আর্সেনালের হয়ে গোল তিনটি করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইংলিশ তারকা বুকায়ো সাকা এবং এডওয়ার্ড এনকেতিয়াহ। ওয়েস্টহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন সাইদ বেনরহমান।

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করে নিলো আর্সেনাল। দ্বিতীয়স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ৭ পয়েস্ট এগিয়ে গেলো গানাররা, একম্যাচ কম খেলে। ১৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪০। ১৬ ম্যাচ খেলা নিউক্যাসলের পয়েন্ট ৩৩। ১৪ ম্যাচ খেলা ম্যানসিটি ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ম্যাচের প্রথমার্ধে বরং পিছিয়েই পড়েছিলো আর্সেনাল। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়েস্টহ্যামকে এগিয়ে দেন সাইদ বিনরহমান। পিছিয়ে পড়ার পর গানাররা তিনটি গোলই করে দ্বিতীয়ার্ধে।

৫৩ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। এর ৫ মিনিট পরই, ৫৮তম মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এছাড়া ৬৯তম মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন এডওয়ার্ড এনকেতিয়াহ।

২২ বছর আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৮ সালে ক্লাব ছেড়ে যান আর্সেন ওয়েঙ্গার। এরপর এই প্রথম সোমবার রাতে গ্যালারিতে বসে আর্সেনালের খেলা দেখলেন তিনি।

ম্যাচের পর এনকেতিয়াহ বলেন, ‘আমরা খুব প্রভাব বিস্তার করে খেলতে পেরেছি। তবে, শেষ পাসটাকে সঠিক জায়গায় পৌঁছাতেই কিছুটা দুর্বলতা ছিল।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom