চট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুন

মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে সাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাঈন উদ্দিন ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে।

চট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুন

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় তুচ্ছ ঘটনায় মো. মাঈন উদ্দিন (১৮) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে সাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাঈন উদ্দিন ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে। সে এবার পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকালে তাকে আটকে কয়েকজনে মারধর করে। খবর পেয়ে ভুক্তভোগীর পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, নিহত কিশোরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।