চট্টগ্রামে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রোববার কেজিপ্রতি ভারতীয় ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকা থেকে ৮০ টাকায়।
প্রথম নিউজ, চট্টগ্রাম : ভারত পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার খবরে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে। নগরীতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার কেজিপ্রতি ভারতীয় ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকা থেকে ৮০ টাকায়। আর দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭২ টাকা। শুক্রবার ও শনিবার ভারতীয় ভালোমানের পেঁয়াজ বিক্রি হয় ৬২ টাকা থেকে ৬৫ টাকায়। আর দেশীয় পেঁয়াজ বিক্রি হয় কেজিপ্রতি ৫২ টাকা থেকে ৫৮ টাকার মধ্যে।
চাক্তাই-খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানি স্থগিত করার পর হঠাৎ দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তবে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে। পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।