চট্টগ্রামে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে

চট্টগ্রামে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রামে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর সামনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ২টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি অগ্নিনির্বাপন ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনো কাজ চলছে।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হামিদ মিয়া দুপুর ২টার দিকে যুগান্তরকে জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

তিনি বলেন, গোডাউনটি অনেক বড়। প্রায় চল্লিশ হাজার বর্গফুট আয়তনের। ভেতরে তুলাসহ বিভিন্ন জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। একদিকে নেভালে অন্যদিকে আবার আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগবে।এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও জানা যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: