চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরী সাতছড়ি খালের ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হকসহ তিনজনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) দিনগত রাত দুইটা ২৫ মিনিটে দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরী সাতছড়ি খালের ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
গ্রেপ্তাররা হলেন— দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হক (২৩), আমির হোসেন (২৪) এবং প্রিন্স আহমেদ ইমরান (২২)। আমির ও ইমরানও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেনের নেতৃত্ব একটি টিম পৌরসভার পশ্চিম জামিরজুরী এলাকায় সাতছড়ি খাল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews