চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু
শুক্রবার ভোররাতে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা ঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
কামরুজ্জামান সুমন বলেন, আজ ভোররাত ২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করি। ওই বাসায় ৫টি বেডরুম থাকায় কোন রুমে কে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধ অবস্থায় খোকন বসাককে (৪২) উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া ৫ জন হলেন-খোকনের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে চয়নিকা বসাক (৪)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: