ঘরের শত্রু বিভীষণ? সেনাবাহিনীদের যা বললেন পুতিন

ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ৩০০ দিন হলো। তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে

ঘরের শত্রু বিভীষণ? সেনাবাহিনীদের যা বললেন পুতিন
ঘরের শত্রু বিভীষণ? সেনাবাহিনীদের যা বললেন পুতিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ৩০০ দিন হলো। তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে। নতুন নতুন কৌশলে এগিয়ে যাচ্ছেন পুতিন ও জেলেনস্কি। এবার নিজ সেনা দলের মধ্যে বিশ্বাসঘাতক আছে কিনা সেদিকে সতর্ক থাকার ব্যাপারেও জোর দিয়েছেন পুতিন। খবর আলজাজিরার। 

দেশটির নিরাপত্তা বাহিনী দিবসে দেওয়া এক ভাষণে এ সতর্কবার্তা দিয়েছেন পুতিন।  এ সময় সীমান্তে নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এফএসবির উদ্দেশ্যে তিনি বলেন, 'সীমান্তে কোনোরকম সহিংসতার চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করতে হবে। সেই সঙ্গে নিজেদের ভেতর কোনো গুপ্তচর ও বিশ্বাসঘাতক থাকলে তাও শনাক্ত করে নিশ্চিহ্ন করে দিতে হবে।' 


এ সময় পুতিন আরও বলেন, 'ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাটা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এফএসবি) দায়িত্ব।' 

গত সেপ্টেম্বরে ইউক্রেনের কয়েকটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত ঘোষণা করে রাশিয়া। কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্ররা এ অন্তর্ভুক্তিকরণের স্বীকৃতি না দিয়ে একে 'অবৈধ' বলে উল্লেখ করেছে।  

দখল করা এ চার অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে এফএসবিকে উদ্দেশ্যে করে পুতিন বলেন, 'তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ও স্বাধীনতা নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করাটা আপনাদের দায়িত্ব।'  নিরাপত্তা বাহিনীকে আরও অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom