ঘন কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত-ফাইল ছবি

প্রথম নিউজ, রাজবাড়ী : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সোমবার সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন। ট্রাকচালক মজিবর রহমান বলেন, ভোর থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে মহাসড়কের একপাশে ট্রাক রেখে বসে আছি। তা ছাড়া শুনলাম ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কখন যে নদী পার হতে পারব বুঝতে পারছি না।
 
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে আমরা ফেরি চলাচল ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছিলাম। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom