গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে না : মির্জা ফখরুল
প্রথম নিউজ, ঢাকা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবী যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন শুধুমাত্র দেশের স্বাধীনতার জন্যে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে। তাদের এই আত্মত্যাগ কখনো সার্থক হবে না। আমরা যদি সত্যিকার অর্থেই আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি তবে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ সাথক হবে, তাদের আত্মা শান্তি পাবে। আসুন আজকের এই দিনে শপথ গ্রহণ করি, আমরা ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনের দিকে এগিয়ে যাই।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করেছিলো। সেই সময়ের সে চিত্রের সাথে আজকের এই চেহারার খুব একটা পার্থক্য নেই। এই সরকার যারা আজকে স্বাধীনতার কথা বলে আমাদের দেশের জনগণের ওপরে নির্যাতন-অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে তা কোনো মতেই ১৯৭১ সালের সেই হানাদার বাহিনী থেকে কোনো অংশেই তাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে না। আজকে একইভাবে আমরা দেখছি যে, আমাদের যারা তরুণ যুবক তাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্য, আমরা দেখেছি আমাদের সাংবাদিকদেরকে প্রায় দেড়শ সাংবাদিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্যে। সাড়ে ৪ হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা দেখছি আমাদের অধ্যাপক যারা আছেন তাদের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। আমরা দেখছি, আমাদের অনেক ছাত্রদেরকে হত্যা করা হয়েছে।
সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে তুলে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য আজকে ৫০ বছরে আমাদের স্বাধীনতাকে সুসংহত করার কথা, আমাদের সার্বভৌমত্বকে সুসংহত করার কথা, আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো ওপরে নিয়ে যাওয়ার কথা তখন এমন একটি সরকার যারা আজকে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছে। যাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, আজকে তারা সারা বিশ্বে বাংলাদেশে সমস্ত সম্মানকে ক্ষুণ্ন করছে। যুক্তরাষ্ট্র আমাদের একটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠানের সমালোচনা করেছে, তাদের ৭ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। কারণটা কী? খুব পরিষ্কার করে তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, এরা মানবাধিকার লঙ্ঘন করেছে। অর্থাৎ বাংলাদেশে তারা মানুষকে অন্যায়ভাবে-বেআইনিভাবে খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সটা জুডিশিয়াল কিলিং হয়েছে। এখানে ৬শর ওপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, এখানে হাজারের ওপরে মানুষকে হত্যা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে দেশে মুক্তিযুদ্ধের যে আকাক্সক্ষা গণতন্ত্র অনুপস্থিত। মানুষের অধিকার নাই, ভোট দেয়ার অধিকার নাই, কথা বলার অধিকার নাই। অর্থনৈতিক বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন নাই। বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে। আমরা দেখলাম, আমেরিকায় গণতন্ত্র সম্মেলন বা কনভেনশন হয়েছে সেখানে বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। আর সরকার কী বললো? যারা এই সম্মেলন করছে তাদের গণতন্ত্র হলো নরম গণতন্ত্র। আর বাংলাদেশে নাকি খুব শক্তিশালী গণতন্ত্র আছে। শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোর এই কনভেনশন আহবান করে নাই। এভাবে আপনারা দেখবেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত ৫০ বছর বাংলাদেশে যা ঘটছে সব কিছুই একটা ভুল ব্যাখ্যা দিয়ে এই সরকার সর্বদাই সচেষ্ট রয়েছে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি দুইদিনের ঘোষিত কর্মসূচির এটি প্রথম। গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অধনমিত করা হবে। সকাল ৯টায় দলের শীর্ষ নেতৃবৃন্দ মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পষ্পমাল্য অর্পণ করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: