গাজীপুর মহানগর বিএনপির মানববন্ধন

প্রধান অতিথিঃ এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথিঃ ডা.মাজহারুল আলম সভাতিত্বঃ শওকত হোসেন সরকার।

গাজীপুর মহানগর বিএনপির মানববন্ধন
গাজীপুর মহানগর বিএনপির মানববন্ধন

প্রথম নিউজ, গাজীপুর: নিত্যপ্র‍য়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, দমন-পীড়ন বন্ধ, অবৈধ সংসদ বাতিল, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালাকানুন বাতিল, গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর বিএনপির মানববন্ধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক  এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ.মাজহারুল আলম সভাতিত্ব করেন শওকত হোসেন সরকার।  এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, আকম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভূইয়া, সরকার জাবেদ আহমেদ সুমন, যুবদল নেতা মাহমুদ হাসান রাজু ,আব্দুর রহিম কালা, মনিরুল ইসলাম মনির, এড. নজরুল ইসলাম বিকি, শাহাদাৎ হোসেন শাহীন, শিরিন চাকলাদার, খাদিজা আক্তার বীনা প্রমুখ।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: