গাজীপুরে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গাজীপুরে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের বাসন থানা এলাকায় বাসের চাপায় চার পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি তিনচাকার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওই ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom