খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে ফখরুল

খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে ফখরুল

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য এবং চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ১০টার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৭ জুলাই) দিবাগত ভোর ৪টা ২০ মিনিটে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।