খেলতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৃত শিশুরা হচ্ছে- উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা (৪) ও দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ইয়াসমিন (৫)।

খেলতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কুমার নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার নিত্যনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হচ্ছে- উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা (৪) ও দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ইয়াসমিন (৫)।

স্থানীয়রা জানান, নিত্যনন্দনপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা ও তার বোনের মেয়ে ইয়াসমিন দুপুরে খেলতে খেলতে নদীর পাড়ে যায়। এ সময় অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদের পানিতে তাদের মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু চরপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম জানান, নিত্যনন্দনপুরে মামাতো বোন আরিফাকে সঙ্গে নিয়ে কুমার নদের পাশে খেলা করতে যায় ইয়াসমিন। এ সময় হঠাৎ তারা নদীতে পড়ে যায়। একপর্যায়ে মরদেহ দুটি ভেসে ওঠে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom