খিলক্ষেতে বাসের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবী নারীর
খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে বিমানবন্দর সড়কে বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ অনলাইন: রাজধানী ঢাকার খিলক্ষেতে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে বিমানবন্দর সড়কে বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোরিকশায় করে উত্তরা থেকে ওই নারী বারিধারায় যাচ্ছিলেন। লা মেরিডিয়ান হোটেলের সামনের শ্যামলী এনআর পরিবহণের একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগে ওই নারী ও অটোচালক আহত হন।
পথচারীরা দুজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর নাম আফসানা। তিনি বারিধারা ডিওএইচএসে থাকেন। উত্তরায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান সাহান হক।