খাদ্যশস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলেও ইউক্রেন রফতানি চালিয়ে যাবে : জেলেনস্কি
প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তুরস্ক ও জাতিসঙ্ঘের মধ্যস্থতায় শস্য সরবরাহের একটি যুগান্তকারী চুক্তি থেকে রাশিয়া বের হয়ে যাওয়ার পরও ইউক্রেন শস্য রফতানি অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। বিশ্বের প্রধান শস্য উৎপাদনকারী এ দেশ থেকে প্রয়োজনীয় খাদ্য শস্য সরবরাহ অবরোধ মুক্ত করতেই চুক্তিটি করা হয়েছিল।
মুখপাত্র সার্গি নিকিফোরোভের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘এক্ষেত্রে রুশ ফেডারেশনকে ছাড়াই এমন কিছু করতে হবে যাতে আমরা এই কৃষ্ণসাগর করিডোরটি ব্যবহার করতে পারি। আমরা ভয় পাই না। জাহাজের মালিক এমন কোম্পানিগুলোর সাথে কথা বলার মাধ্যমে আমরা আগাচ্ছি। জাহাজের মালিকরা বলেছেন, তারা শিপমেন্ট অব্যাহত রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছে।