কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো ইজিবাইকের যাত্রী দুই ভাইরার!
প্রথম নিউজ,হাসানুল কবির নাজির কুষ্টিয়া: কুষ্টিয়ায় আবারও সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই ভাইরার।কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বটতৈল এর মাঝামাঝি স্থানে সেনের চাতালের কাছে আজ দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হলেন নুরুজ্জামান (৪৪) ও তার ছোট ভাইরা শয়ন (৩৫)। তারা দুজনেই ছিলেন ইজিবাইকের যাত্রী ।
নিহত নুরুজ্জামান বাড়ি সে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে এবং তার ছোট ভাইরা শয়নের বাড়ি পাশের গ্রামে দরবেশ পুরে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে নুরুজ্জামান তার ছোট ভাইরা শয়ন সহ আরো ৫/৬ জন ইজিবাইকে ভাদালিয়া থেকে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। তারা বটতৈল সেনের চাতালের কাছে পৌছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী রূপসা বাস ইজিবাইকটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে ইজিবাইকটি উল্টে দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়। এদের মধ্যে নুরুজ্জামান তার ছোট ভাইরা সহ ৩ জন গুরুতর আহত হয়।
এ ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নুরুজ্জামান এর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান। এর কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুজ্জামান এর ছোট ভাইরা শয়ন। দুই ভাইরার মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।