কুষ্টিয়ায় খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা

পদযাত্রা শুরুর আগেও সংক্ষিপ্ত সমাবেশে করেন জেলা বিএনপি।

কুষ্টিয়ায় খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা

প্রথম নিউজ, হাসানুল কবির নাজির কুষ্টিয়া: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কুষ্টিয়ায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে শনিবার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের আলফা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে জুগিয়া সবজি ফার্ম মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পদযাত্রা শুরুর আগেও সংক্ষিপ্ত সমাবেশে করেন জেলা বিএনপি।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি, রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, নির্দলীয় নিরাপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপু পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, খন্দকার সামসুজ্জাহিদ, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাত সহ জেলা বিএনপির অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ।