কিশোর গ্যাং বদর বাহিনীর লিডার হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ
রোববার সকালে উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে কিশোর গ্যাং বদর বাহিনীর লিডার হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হিমেল (২২) পৌর এলাকার বানিয়াপাড়ার (ফুলগাছতলা) মীর হোসেনের ছেলে এবং কিশোর গ্যাং মামলার ৩নং এজহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কিশোর গ্যাং নির্মূলে অবিলম্বে বদর বাহিনীর সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকার লোকজন।
জানা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি উপজেলা সদরের ছোট আলমপুরে লিমন নামে এক কিশোরকে রড, রাম দা ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং পিঠে ছুরিকাঘাত করে দুই হাত ও দুই পায়ের মাংস আলাদা করে ফেলে বদর, হিমেল, সোহাগ, ইফরান (গুরু), সোহাগ, রামিমসহ কিশোর গ্যাং বদর বাহিনীর ১০/১২জন সদস্য। পরে ১৭ জানুয়ারি দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন লিমনের হতদরিদ্র পিতা মো. আলমগীর হোসেন। ঘটনার পর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। রোববার গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন স্থানে বদর বাহিনী ছিনতাই, চুরি, ইভটিজিং, প্রতিপক্ষের কিশোরদের মারধরসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে হুমকি ধমকির ভিডিও আপলোড দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। কিশোর গ্যাং বদর বাহিনীর অন্য সদস্যদেরও গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং বদর বাহিনীর অন্যতম নেতা ও মামলার ৩নং আসামি হিমেলকে গ্রেফতার করা হয়েছে। সে লিমনকে মারধর করাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। বদর বাহিনীর সদস্যদের যারা শেল্টার দিয়েছে তাদেরও খুঁজে বের করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews